[ ] ঘনঘটা:
রাজ্যাকাশে ঘনঘটা
আসবে বাদল বৃষ্টি,
প্রজার মনে দুরু-দুরু
অনাচারের সৃস্টি।
রাজায় রাজায় লড়াই করে
রাজ্য ধ্বংস হয়,
গদি নিয়ে কাড়াকাড়ি
প্রজা কষ্ট পায়।
রাজার নীতি ফকির করে
নবযুগের রাজনীতি,
কিশোর তরুন বিদ্যা ছেড়ে
করছে ত্রাস দূর্নীতি।
দলে দলে দলাদলি
করছে এ'কি কান্ড!
রাজনীতিতে নেতার চেয়ে
জুটেছে অনেক ভন্ড।
কে করিবে দেশ উন্নয়ন,
প্রজার কষ্ট বুঝবে কে?
চকচকে ওই যতই দেখি
ঢের ছিল তাঁর পকেটে।
মুক্ত স্বাধীন সোনার দেশ
প্রজা কবে পাবে!
নিজ দেশেও পরবাস
কবে শান্তির হবে!
----✍️ এ হ বাবু
==========