আজকের এই লেখাটি শহীদ আবরার ফাহাদকে উৎসর্গ করলাম।☢️☢️☢️☢️☢️

[  ] গর্জে উঠ আবার:

ঝেড়ে ফেল ভয় লজ্জা
ফুটুক মুখের কথা,
হক আদায়ের দাবি তুলো
ঘুঁঝবে দুঃখ্য ব্যাথা।

শোষণ পীড়ন রুখে দিয়ে
আওয়াজ তুলি সবে,
নিজের ন্যায্য আদায় করি
জালিমের বিনাশ হবে।

দূর্বলেরা হও বলিয়ান
একি ছাতার তলে,
সমস্বরে গর্জে উঠ
লক্ষ্যবাহু বলে।

জালিম, জুলুম দেও ঝেটিয়ে
স্বদেশ মুক্ত কর,
বিপদগামী দেশের হাল
শক্ত হাতে ধর।

বিদ্যাপিঠে বিদ্যা যে নেই
চর্চা অপনীতি।
বিদ্যা ছেড়ে দলিওকরণ
শিক্ষার দুর্গতি।

বিদ্যা ছাড়া বিদ্যালয়ে
আর কিছু না চাই,
জ্ঞানার্জনই হবে শুধু
জ্ঞান বিজ্ঞানের ঠাঁই।

সোনার বাংলা চাই'যে মোরা
সোনার বাংলা চাই,
সোনার দেশে সোনা ফলুক
গলাছেড়ে গান গাই।

     --- ✍️এ হ বাবু।