[ ] ঈদের ছড়া
ফেজবুকটা আজ ভরে গেছে
ঈদের শুভেচ্ছাতে,
কত রকম অংগভঙ্গি
ছবির বাহার দিচ্ছে!
ঈদ আনন্দ যে যার মত
উপভোগ করছে,
খোঁজটা কি নিয়েছি ভাই
প্রতিবেশী কি খাচ্ছে?
গরীব ভাই, বন্ধু, স্বজন
ঘরের পাশেই আছে,
তাদের ঘরের সন্তান কি
ঈদ আনন্দ করছে?
যাকাত ফেতরা দান অনুদান
তাদের হাতে দিয়ে,
ঈদ আনন্দ সবাই করি
ওদের সাথে নিয়ে।
ঈদের নামাজ আদায় করে
পরশী বাড়ি যাই,
কি রেঁধেছে কি বেড়েছে
মজার ছলে, একটু তুলে খাই।
মিষ্টি হেসে বলবো কথা
সবার সাথে মিশবো,
উচুনিচু সব ভুলিয়ে
জড়িয়ে বুকে নিবো।
ঈদের খুশি ছড়িয়ে যাক
বিশ্ব ভুবন জুড়ে,
মানবতা মুক্তি পাক
সব মানুষের তরে।
---✍️এ হ বাবু।