ঈদ মোবারক, ঈদ মোবারক
এলো খুশির ঈদ,
মান অভিমান সব ভুলিয়ে
করবো সাফাই হৃদ।
পড়বো নামাজ এক কাতারে
মিলবো বুকের মাঝে,
বন্ধু স্বজন সবাই মিলে
রইবো সকাল সাঁজে।
আনন্দেরই আলোক ছটা
বিলিয়ে দিবো আজ,
গরীব মিসকিন বিভেদ ভুলে
পড়িয়ে দিবো তাজ।
ঈদ মোবারক, ঈদ মোবারক
ঈদ মোবারক আজ।