এই সমাজ;
ভদ্র আমি, শান্ত আমি,
ঝুট ঝামেলায় নাই,
সেটাই এখন দোষভারি
এই সমাজে ভাই।
অল্পতেই রাগী না,
গোলমালে থাকি না,
বেশি কথাও বলিনা।
ভাবে সবাই,
আমি কিচ্ছু বুঝিনা!
পথ চলি নিচু চোখে
এদিক সেদিক দেখিনা,
অসহায় ভাবে সবে
পরোয়া কেউ করেনা।
নরমেই গরম বেশি
স্বভাব দোষে রিক্ত,
সমাজটাই চলছে
শক্তের ভক্ত।
রাস্তার মোড়ে মোড়ে
বখাটেরা ঘুরে ফিরে,
কাঁচা সবে বয়সে,
ভাবে তারা বসে বসে
মুইকি হনু'রে!
পঁচা রাজার পঁচানীতি
এরই নাম রাজনীতি,
কিশোর তরুন পঁচে যায়
নেতাদের তেলেসমাতি।