দূষণঃ
চলছে দূষণ র্নিবিকার
কারো কিছু নেই করার,
জল, স্থল আর জমিনে
হচ্ছে দূষণ সবখানে।
শব্দে কাঁপে শীতের রাত
সুখ নিদ্রা বরবাত,
বিজাতীয় সঙ্গীতে
নাচে মাতাল ভঙ্গিতে।
শব্দ দূষণ মাইক বাজিয়ে
করছে তারা সং সাজিয়ে,
কারো খেয়াল নাই'রে ভাই
নিরব রাতেও সরব তাই।
কেউ বুঝেনা কারো ব্যথা
ঘুম আসেনা মুড়িয়ে কাথা,
উচ্ছৃঙ্খল আর কোলাহল
বখে যাওয়া ছেলের দল।
নিষেধ বারণ মানে না
কারো কথাই শুনবে না,
যে জন করে নিষেধ বারণ
মানির মান করবে হরণ।
মান ইজ্জত আর জীবন ভয়ে
নিরব সকল যায় যে সয়ে,
কে করিবে তাদের মানা
পচানীতির দলকানা।
আচার নিষ্ঠা নেই তাদের
শ্বাসন করবে কে ওদের?
শব্দ দূষণ, ন্যায়, অন্যায়
করছে তারা অবলীলায়।
সুশিক্ষা ছেড়ে দিয়ে
মরিচিকার পিছু নিয়ে,
কার ইশারায় স্ববল তারা?
অধপতন করছে কারা??