[  ] দেশ সংস্কার:

সদ্য স্বাধীন দেশটি আমার
মুক্ত হলো স্বৈরাচার,
কাঁচা ক্ষতো মানচিত্রটার
টানাটানি চলছে সবার।

কারো তর সইছেনা আর
প্রতিযোগিতা করছে তাই,
দেশ সেবার নাম করে
মসনদ সবার চা'ই চাই।

বুকের রক্ত ঢেলে দিয়ে
দুঃশাসনের করলো শেষ,
ছাত্রসেনা বিজয় বীর
সংস্করণ করছে দেশ।

দেশ মাতাকে ভালোবেসে
ক্ষমতায় যারা যেতে চান,
স্বৈরতন্ত্র মুক্তকরে
খোদার নামে শপথ নেন।

যতই করেন কারসাজি
লুটের সুযোগ পাবেননা,
ছাত্র সমাজ জেগে আছে
আর চালাকি খাটবে না।

মেধাবীরা শিখে গেছে
আদায় করতে অধিকার
দুঃসময়ে তারা আবার
দেশ করবে উদ্ধার।

গনতন্ত্র থাকবে দেশে
বলবে কথা জনতা,
সুখেদুখে মিলেমিশে
থাকবে সবার সমতা।

        ----✍️এ হ বাবু।
           ০৯/৮/২০২৪