[ ] দহনের রোদন:
সয়েছি তো দুঃখ্য অনেক,
কষ্ট কতশত,
জীবন আমার যায় নিভিয়ে
আশার প্রদীপ যত।
অভাব আমায় করছে দহন,
নিত্য যাপন করি,
সমাজ আমায় তুচ্ছ দেখে
কেমনে জীবন গড়ি।
বিধাতাও যেন বিরাগ মোর
ভাগ্য সহায় নয়,
যে ডাল ধরি ভেঙ্গে পড়ি
কেউ পাশে না রয়।
আমার বাড়ি ঘর সংসার
ভাঙ্গা চালের ডেরা,
একটু খানি বায় বাতাসে
হয়'যে নড়া চড়া।
আপন সবাই কেউ পাশে নাই
আপন আপন ব্যস্ত,
সহায় সম্পদ না থাকলে
হয়না কেহ দোস্তো!
এ ভাবেই তো চলছি আমি
নিয়ে পরিবার,
আমার খবর রাখার মত
দায় পড়েছে কার!
নিত্য দহন নিত্য পোড়ন
চলছে সংসার,
সবেই আমার কর্মের দোষ
দোষটা দেব কার!!
---✍️এ হ বাবু।
২৯/৬/২৪