বৃথা জনম:

মানব কুলে জনম আমার
পাই না তবু জনম স্বাদ,
এই সমাজে চলি'রে ভাই
মাথায় নিয়ে অপবাদ।

সমাজ ছাড়া করছে আমায়
জন্মদাতা মা'বাপ,
থাকি যদি তাদের সাথে
যাবে নাকি ধর্ম জাত।

আদম হাওয়া আল্লাহর সৃস্টি
আমি তবে কিসের জাত?
পাপ কি আমার জানা যে নাই
জন্মই ছিল অপরাধ।

কি নামে ডাকবে আমায়?
পাইনা ভেবে জাতের কুল,
কোন ডাকেতে সাড়া দিব
জাত বিচারে হবে ভুল।

রাম, রহীম, জন, আর
আসমা, সীতা, মেরী,
আমার সাথে মিল আসে না
আমি কি যে করি।

কারে দোষি, কারে বলি
কারে দিবো গালি,
মা' বাপ, নাকি সৃস্টিকর্তা
আমায় দিবেন বলি?

নাক কান মুখ সবেই আছে
রাগে দুঃখে জীবন কাটে,
দিনের শেষে নিজেই ভাবি
পুরুষ নাকি নারী বটে!

কুল হারা মানুষ আমি
নারী পুরুষ কিছুই নই,
ভাবি আমার জীবন নিয়ে
কার কাছে যে দুঃখ্য কই।
      
        
        ---✍️ এ হ বাবু।