বর্ষা দুই

আষাঢ়ে গগণ, কালো মেঘে ছায়
সারাদিন বরিষণ ঝিরিঝিরি বয়।
কদম ফুটিয়া মাতিয়াছে ধরা
নদনদী খালবিল জলরাশি ভরা।

যৌবনে ভরা নদী কুল নাহি তার
দু-চোখ মেলিয়া দেখি নাহি পাড়।
ভাঙ্গিলো বসতভিটা ভাসিলো বাড়ি
বানভাসী মানুষের করুন আহাজারি।

প্রকৃতির নিয়ম এমন বারে বার আসে
ডুবিয়া মানুষ আবার নতুন রুপে ভাসে
পলিমাটি লেপেদেয় জোয়ারে এসে
ফসলে নতুন বাহার ফলনে আসে।

নদীতে জোয়ার আসে, পুকুর ভরে জলে
মাছেদের মিতালি ঝাঁকে ঝাঁকে মিলে,
জেলেরা ধরে মাছ নতুন আমেজে
কচুরি ভাসায় ভেলা শ্রোতের মাঝে।

আষাঢ় এলো বরষা নিয়ে
জমিন সুচি হোক বারিধারা দিয়ে,
শ্রাবনে প্লাবন আসুক মহীকল্যানে
জরা ঝেড়ে উঠুক প্রান জীবাত্মার মনে।