বিভৎস আগুন
আগুন, আগুন, জ্বলছে আগুন
বাহির ভিতর সবখানে,
রনে, বনে, জলে, জঙ্গলে
জ্বলছে আগুন মননে।
আগুন তাপে পুড়ে ছাই
কোথাও যেন রক্ষা নাই,
স্বার্থপরের প্রতি হিংসায়
বাদ পরেনা আপন ভাই।
বিভৎস কু-রুচির খেলায়
মত্ত নোংরা রাজনীতি,
মানুষ হয়ে মারছে মানুষ
কোথায় বিবেক, কি নীতি?
স্বার্থ হাসিল করছে ওরা
বলি দিয়ে মানবতা,
ক্ষমতা আর টাকার মোহে
নেয় ছিনিয়ে সফলতা।
জ্বলছে আগুন সবখানে
শহর, গ্রাম, স্টানে
মানুষ পুড়ে, মানুষ মারে
হিংস্র থাবার আক্রমনে
উদোর পিন্ডি বুধর ঘাড়ে
কে দোষী, কে মারে?
আমরা মানুষ বাঁচতে চাই
শান্তি সুখে নিজের ঘরে।
--- এ হ বাবু,