বিদ্যুৎ বিড়ম্বনা-২
===========

কয়লা এলো, গ্যাস এলো
আবার কেন কারেন্ট যায়?
পদাধিকার স্যারেরা সব
মুখভর্তি কথা কয়।

দেশের বিভব দশের টাকা
ওনারা করে মাখামাখি,
কোন্ খাতে করবে খরচ
কোনটাতে দিবে ফাঁকি।

মরবে দেশের জনগণ
তারা মরে মরুক'না,
দেশের কোষে ঘাটতি হলে
ভ্যাট কেন বাড়বে না?

আইন করে টাকা আদায়
পরামর্শ সংসদে,
বাজেট বেশি ভারি হলে
করের বোঝা চাপিয়েদে।

জনগণের কষ্ট হলে
তাদের করার আছে কি!
প্রজেক্ট করে পকেট ভরা
সেটাই তাদের চালাকি।

উন্নয়ন করতে হলে প্রজেক্ট
আরও বাড়বে ভাই,
দেশ ও দশের যাহাই হোক
ওনাদের আরও অনেক চাই।

        ---✍️এ হ বাবু।