বিদ্যুৎ বিড়ম্বনাঃ


গ্রামে কি সব মানুষ থাকে
চাষা ভূষা কি আর বুঝে?
মাঠে খাটা গেয়ো ভুত
তাদের আবার কিসের সুখ?

শতভাগ আলোর দেশে
সন্ধ্যে হলে ল্যাম্পো খুঁজে,
গ্রীষ্মকালে বেশ গরম
ফ্যান আছে চলে কম।

শহর আবার অন্য রকম
আসে কারেন্ট যায় কম,
বাবুরা সব থাকে সেথায়
এসি দিয়েও বাতাস খায়।

সুবিধা ভোগীর এইদেশ
গ্রামের মানুষ হলো শেষ,
নেতা-নেত্রী মন্ত্রী বাবু
তোষামোদেই চলছে শুধু।

গ্রামের মানুষ অতি সাধারন
চালাও যত নিপিড়ন,
প্রতিবাদের সাহস নাই
এমনি করেই চলছে তাই।

পল্লী বিদ্যুৎ আছে নামে
দুর্যোগে নাই কোন কামে,
ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায়
হা-হুতাশে জীবন যায়।

       ---✍️এ হ বাবু।