#বেপরোয়া (এক)
বাইক চলেছে ছুটে আমার
হাওয়ায় দুলে দুলে!
কে পারবি কাটিয়ে যেতে
নাম দেবো তার ভুলে।
অনেক দামি বাইক কিনেছি
সি. সি. অনেক বেশি,
রাস্তা দাপে চলবো ছুটে
বাইক আমার বিদেশি।
বাপের টাকায় কেনা বাইক
বাপের টাকায় তেল,
আমিই হলাম রাস্তার রাজা
দেখবে নাকি খেল?
ছুটছে গাড়ি উড়ছি আমি
দেখছে সবাই আমায়,
পাখিরমত ডানা মেলে
উড়ছে জ্যাকেট জামায়।
পড়াশোনা কি আর এমন
অমুক বাপের ছেলে,
সালাম ঠুকে সবাই আমায়
তাদের সামনে গেলে।
----- এ হ বাবু