বসন্ত এসেছে;


রাত্রি শেষে কুঞ্জবনে
ডাকছে কোকিল কুহুতানে,
রক্তে রাঙ্গা শিমুল পলাশ
ফুটছে দেখো বৃক্ষপানে।

আম্র গাছেও ফুল ফুটেছে
ভোমরা গাইছে ব্যাকুল তানে,
ঋতুরাজ ওই এলো বুঝি
প্রকৃতি সাজে আপন মনে।

পশ্চিমে বয় হীমেল হাওয়া
কাপছে শরীর দেহমন,
বিদায়ী শীতের আলিঙ্গনে
বসন্ত বাউরীর আগমন।

আগুন ঝরা ফাগুন মাসে
সূর্যিমামা বেজায় হাসে,
বৃক্ষরাজি নতুন সাজে
শীত চলেযায় বসন্ত আসে।

বসন্ত বিলাশ ঘরে ঘরে
আমোদ জাগে তরুন প্রানে,
বাঙালী আর বাংলামাঝে
মাতাল ধরা পাখীর গানে।

বৃক্ষরাজি জরা ঝেরে
নতুন পাতায় কোমল মনে,
দোল খেয়ে যায় নীল গগণে
ঝিঝি পোকা করে রব,সমস্বরে ঐক্য তানে।
      
                          ----- এ হ বাবু।