[ ] বড়বোন:
তোমার কোলেই জন্মছি গো
স্নেহ কর মোরে,
রাখিওনা অনাদরে
বিমাতার মত করে।
ছোট্ট একটু জমিনখানা
অধিক প্রানের বাস,
লক্ষ প্রানের বিনিময়ে
স্বাধীন এই নিবাস।
তিন দিকেই ছড়িয়ে আছ
সাগড় দক্ষিণেতে,
কাঁটাতারের ঘেরা দিয়ে
পর করেছ মোরে।
মাঝে মাঝেই করছো খুন
মোর সন্তানেরে,
লোভে পরে যায় যে তারা
মাসির দুয়ারে।
বড় তুমি, অনেক বড়
তোমার তুল্য নই,
ওই হৃদয়ের ভালোবাসা
তোমার নিকট চাই।
কোন্ বিচারে মারছো মোর
ভুমি সন্তানেরে,
অন্যায় যদি করে তারা
বিচার কর তারে।
তোমার কোলেই আছি আমি
সন্তান আঠারো কোটি,
ভালোবাসায় থাকবো মোরা
নাই ঝগড়াঝাটি।
---✍️এ হ বাবু
৩১/১০/২০২৪।