[ ] বাহের দ্যাশ:
আবার ফিরে আইসো বন্ধু
মোর পাড়া গাঁয়ে,
মুক্ত হাওয়ায় প্রাণ জুড়াবো
ধরলার পাড়ে গিয়ে।
খালি পায়ে গেঁয়ো পথে
ঘুড়তে যাবো সেথায়,
সাদা কাশিয়ার বন বাতাসে
ঢেউ তুলে যায় যেথায়।
তপ্তরোদে ক্লান্ত শরীর
ভাসিয়ে দেব স্রোতে,
চিত সাতারে মেঘের খেলা
দেখবো ভেসে যেতে।
সিক্ত শিতল স্নানের পরে
উঠবো কোন চরে,
কাশিয়া ঘাসের মোটা ডাটার
রস খাবো পেট ভরে।
আবার এসো ফিরে বন্ধু
ষোল নদীর পাড়ে,
সহজ সরল জীবন যাপন
এই জেলারই ঘরে।
অচিন মানুষ দেখলে আজও
গাঁয়ের লোকে বলে,
কাঁর বাড়ির সাগাই বাহে?
কোনঠে যাইবেন চলে?
শহর গ্রাম দুইয়েই মিলে
হামার কুড়িগ্রাম,
পূর্ব দিকে ঘেঁষে আছে
ভারত দেশের আসাম।
আইসো যদি আবার বন্ধু
দেখতে যাবো বেড়া,
উত্তর-পূর্বে শেষ সীমানা
কাঁটাতারের ঘেঁড়া।
কাঁটাতারের এপার ওপার
ভারত বাংলাদেশ,
বন্ধু তোমায় নিসন্ত্রণ
আইসেন বাহের দ্যাশ।
---✍️এ হ বাবু।