[  ] বাবা: দুই

আমি যখন ছোট্ট ছিলাম
ভিষণ আদর করতো,
বুকের ভিতর জড়িয়ে বাবা
আমায় ভালো বাসতো।

যখন আমি একটু বড়
এদিক সেদিক ছুটি,
বাবার গর্জন কানে বাজে
কাঁপে বুকের ছাতি।

রাত্রি বেলায় আধো ঘুমে
বাবা যখন আসতো,
শুনতাম আমি বাবা তখন
আমার খবর নিতো।

কি খেয়েছি, পড়েছি কিনা
ঘুমিয়ে গেছি কখন?
কাপড় ছেড়ে পাশে বসে
আদর করতো তখন।

ঘুমের ঘোরে জড়িয়ে ধরে
বাবার আদর নিতাম,
কখন যেন ভোর হয়ে যায়
সব ভুলিয়ে যেতাম।

স্কুলেতে পড়ি যখন
বাবা কঠিন রাগী,
ভয়ে আমি যাই এড়িয়ে  
নজর থেকে ভাগী।

কলেজ বেলায় নিরব বাবা
কথা বলে কম,
কি জানি কি ভাবে বসে
দিনের সারাক্ষণ।  

আমিও এখন হইছি বাবা,
বাবার মত চলি,
সব বাবাই কি একই রকম
তাবৎ সংজ্ঞা গুলি?

      ----✍️ এ হ বাবু।