বাবাঃ

বাবা, তখন তোমায় বুঝিনি
থাকতে তুমি, তোমায় আমি খুজিনি।
তোমার নিরব চাহনি
বাপি, তোমায় আমি বুঝিনি।

না'বলা সেই কষ্ট তোমার, আজ যে আমি বুঝি
হারিয়ে তোমায় আজকে আবার নতুন করে খুঁজি,
শাসন বারণ সবি ছিল আমার ভালোর জন্য
হতাম যদি বাধ্য তোমার জীবন হতো ধন্য।

আমায় দিতে নতুন জামা, তোমার জামা ছেড়া
নতুন পেয়েও ভালো খুঁজি আমি হতচ্ছাড়া,
তোমার সাধ্যেরসীমা আমি বুঝতে পারিনি
বোবা কান্নার  ভাষা বাপি, আমি খুজিনি।

আজকে তুমি নাই বেলা আকাশ ভেঙ্গে পরে
ঝড় তুফানে একা আমি নাই যে তুমি ঘরে,
আজকে আমি বাবা হইছি তোমার রুপে আমি
বুঝি এখন কষ্ট অনেক করেছ বাবা তুমি।

ছায়ার মূল্য বুঝি নাই, যখন ছিল ছাদ
নিরব এখন ভাবি বসে মাথায় দিয়ে হাত,
তোমার জায়গায় এখন আমি, তুমি নাই পাশে
অকুল পাথার দিশাহীন পথ দেখাবে কে এসে?