[  ] অতীত বাংলা

দেও ফিরিয়ে অতীত বাংলা
নেও ফিরিয়ে ডিজিটাল,
পারছিনা আর মানিয়ে নিতে
জীবন যাপন গোলমাল।
সোনার বাংলায় সোনার মানুষ
সহজ সরল জীবন যার,
ডিজিটালের বহুরুপ
সুখ করেছে হরণ তার।
একান্নবর্তী পরিবারে
কতছিল আয়োজন,
মিলেমিশে হই হুল্লোড়ে
মহাসুখের প্লাবণ।
অনেক বড় বাড়ি ছিল
অনেকগুলি ঘর,
থাকতো সেথায় সবেমিলে
কেউ ছিলনা পর।
দাদা দাদী বয়স্করা
থাকতো মিলে মিশে,
সন্ধ্যা পাঠের শেষে, মজার
গল্পের আসর বসে।
পল্লিকবি নেই'তো সেথা
নেই'তো কবি গান,
যাত্রাপালা, কুষাণ গানের
ডিজিটালে নেই মান।
মাঠের খেলা নেইতো সেথায়
মোবাইল ফোনে খেলে,
শরীর পুষ্ট হয়না গঠন
রোগ ধরে অকালে।

------ ✍️এ হ বাবু।