[  ] অসুস্থ বাংলা:

একাত্তর ফিরে এলো
নতুন করে দেশে,
পাকবাহিনী নয় এবার
অন্য কোন বেশে।

নিচ্ছে কেরে তাজা প্রান
ন্যায্য দাবি চাইতে,
অধিকারের কথা কেউ
পারবেনা তো কইতে।

গর্জে উঠে শাসক বুলেট
রক্তে রাঙ্গা মাটি,
গণতন্ত্রের নামে করছে
স্বৈরতন্ত্রের ঘাটি।

জনগণ, ছাত্র, শিশু
কেউ নিরাপদ নয়,
ওদের মতের বিরোধ হলে
বুলেট ক্ষেপে যায়।

মারছে ওরা খেলার শিশু
মারছে সাধারণ।
লঙ্কা জ্বলুক, সিপাহি মরুক
থাকুক সিংহাসন।

তোদের বিচার করবে যারা
আজ জেগেছে সেই জনতা,
পাপের ঘরা পুর্ণ তোদের
ছিনিয়ে নিবে তোর ক্ষমতা।

যুগে যুগে বাংলা মা'কে
গিলেছিল স্বৈরাচার,
দন্ত নখর ভেঙে দিয়ে
মুক্তকরে আনবে আবার।

নব নবিনের জোয়ার এলো
মেধাবী ওই তরুন দল,
স্বৈরাচারের যবনিকায়
উজ্জীবিত মনবল।

       ---✍️এ হ বাবু।
         ০৪/৮/২০২৪