[ ] আমি শ্রমিক:
আমি শ্রমিক, মজুর, আমি কর্মকার
আমি বাহু দিয়ে করি হাতুরির হুংকার।
আমি দিনে আনি রাতে খাই
মজুদ করার কোন সুযোগ নাই।
আমি তপ্ত রোদে গতর খাটি
ঘামে ভিজে জমিন, ভিজে মাটি।
আমি উল্লাস করি দু'টাকায়!
ঘুমিয়ে পড়ি পাথর দিয়ে মাথায়।
আমার অভাব আমায় শিক্ষা দেয়
সুনীতি দূর্নীতি জানিনা কাকে কয়।
আমি মজুর, শ্রমিক, আমি চাষা
জমিতে ফসল ফলাই, বুনি আপন আশা
আমি বাসকরি কুরে ঘরে
প্রতি রাতে বাসর করি উল্লাস করে।
পানি দিয়ে ভাত, কাঁচা মরিচ আর পেয়াজে
নাস্তা করি আমি সকালের ভোঁজে।
আমি কুমার, সুতার, আমি কুলি
সত্য ন্যায়ের এবং সোজা কথা বলি।
আমি বুঝিনাতো কটু চাল
নিত্য চাই শুধু ভাত আর ডাল।
কারখানায় জমিতে শ্রমিক ফেলে ঘাম
হিমঘরে বসে তোমরা করছো ইনকাম।
কুশিক্ষার কটু চালে ভরাডুবি করছো দেশ!
আমরাই শুধু ঠকছিনা, তোমরাও হবে শেষ।
এখনও সময় আছে অপনীতির করি শেষ
শ্রম আর মেধায় হবে সোনার বাংলাদেশ।
আমার সোনার বাংলা আমরা তোমায় ভালোবাসি।
---✍️এ হ বাবু।
০৩/৭/২৪