আমি যে দিন থাকবোনা
আমি যে দিন থাকবোনা
চোখ থাকিতেও দেখবোনা,
অসাড় দেহ পড়ে রবে
থাকবে মাটির বিছানা।
কান্নাকাটি আহাজারি
করবে আপন অনেকে,
কেহ আবার ভালমন্দ
বলবে আমার কর্মকে।
কত স্বজন গরীব ধনী
আসবে আমার বাড়িতে,
থাকতে আমি কেউ আসেনাই
ওরা আমায় দেখিতে।
ব্যস্ত সবাই উঠেপড়ে
কখন দিবে কবরে,
প্রান ছাড়া অচ্ছুত দেহ
কাল'যে ছিল সবারে।
দমের ঘড়ি থামলো যখন
নামের হলো দূর্গতি,
নতুন নামে ডাকবে সবাই
নতুন হল পরিচিতি।
লাশ হয়ে গেছি আমি
তাড়াতাড়ি দে মাটি
শেষ বিদায়ের সময় যেন
কেউ না করে কান্নাকাটি।
---✍️এ হ বাবু।