[  ] আমায় মনে রেখো।
=============

তোমরা কি'গো রাখবে আমায়
তোমাদেরেই মনে,
যখন আমি থাকবোনা আর
তোমাদেরেই সনে।
এই পৃথিবীর আকাশ বাতাস
সেদিনও ছিল এমন
ফুল ফাগুনে ভরা ছিল
সেই ধরার ওই জীবন।

যখন আমি লিখছি বসে
কথার মালাগুলো
বর্ষার গগণ মেঘে ঢাকা
উড়ছে মেঘের তুলো।
কে ভাই তুমি পড়ছো বসে
আমার লেখাখানি?
কত বছর পার হয়েছে
আমি নাহি জানি!

আমার দেহের জীবাস্মরটি
কোন সে মাটির তলে
স্বজনেরা কে আছে মোর
হয়তো গেছে ভুলে।
আমার সালাম নিও'রে ভাই
দুনিয়া বাসি যত
তোমার দোয়ায় শান্তি পাব
সালাম দিও শত।

এই দুনিয়া এখন কেমন
জানার উপায় নাই!
বঙ্গ ছিল ছয় ঋতুর দেশ
ছয়টি স্বাদে পাই।
সোনার বাংলা বলতো মানুষ
ফলতো সোনা দেশে
মিলেমিশে থাকতো সবে
সুখসাড়িদের বেসে।

সকল ধর্মের মানুষ সবে
থাকতো মিলেমিশে,
ঈদ, বড়দিন, পুজাপার্বণ
আনন্দেতে ভাসে।
তোমরা এখন কেমন আছ?
সেই বাংলাদেশে
ছয় ঋতু কি আগের মত
বারে বারেই আসে?

আমাদেরই কালে সবেই
ডিজিটাল এলো
নিজের চোখে দেখেছি
আমি পরিবর্তন গুলো,
দিন বদলের সাথে সাথেই
মানুষ বদলে যাচ্ছে
বদলে যাচ্ছে চলার গতি
গ্রহে গ্রহে ছুটছে।

তোমরা কি'গো রাখবে মোদের
তোমাদেরই মনে
আমরাও ছিলাম এই ভুবনে
অতিত কোন সনে।
আমরা ছিলাম পূর্বপুরুষ
তোমরা উত্তরসুরী,
জীবে সদয় হইও সবাই
করিওনা বাহাদুরি।

---✍️এ হ বাবু।
৩০/৫/২০২৪