আমাদের সামাজ:

ধনীরা সব সাধু সেজেছে
গরীবের হয়েছে দোষ,
রিকশা প্যাডলার শহরে ঢুকলে
দিতে হয় উৎকোচ।

দুই টাকাতে চোখ পড়েছে
গরীবের পকেট মানি,
বাবুরা সব হুকুম চালায়
পাইক পেয়াদা নেয় ছিনি।

দিনের শেষে পায়না খেতে
তিনবেলা ঠিকমত!
সাড়াটাদিন গতর খেটে
গরীব রয়েছে যত।

গরীবের ছেলে গরীব হবে
মজুরের ছেলে মজুর,
তাদের মেয়ে গরীব বধু
ধনীরা সেজেছে হুজুর।

এইতো সামাজ ছকে বাঁধা
কে দিবে মাথা চাড়া?
উচিত কথা বলতে গেলে
ডান্ডা খাবে যে তারা!

বৈষম্যটা তাদের কৌশল
গরীব পড়েছে ফাঁদে
সহায় সম্বল নাই যে তাদের
বিত্তহীনেরা কাঁদে।

লেখাপড়ার নাই তো সুযোগ
অর্থ কোথায় পায়!
গরীবের ছেলে এই সামজে
মুর্খই থেকে যায়।

মেধার জোরে গরীব ছেলে
যদি শিক্ষিত হয়,
অর্থাভাবে চাকরি পায়না
বেকার'ই থেকে যায়।

      ---✍️এ হ বাবু।
           ৩০/৬/২৪