[  ] আকুতিঃ

ধর ভাই, ধর হাল
দেশেটা আজি বেসামাল,
বুর্জোয়ারা নিচ্ছে শুষে
গরীবের যত রক্ত বল।

স্বাধীন দেশে ছদ্মবেশে
এখনো আছে জোঁকের দল,
রক্ত নেশায় পাগল তারা
নিত্য করে নতুন ছল।

হাভাতে ভুগছে মানুষ
উর্ধ্বগতি পন্যের দাম,
চাল নিতে যায় ফুড়িয়ে
রোজ যা করে ইনকাম।

দেশের বাজার লুটছে কারা
সিন্ডিকেটের হোতা যারা,
বাজারটাকে দখল করে
ঘাপটি মেরে আছে তারা।

কোথায় আছো বীর সিপাহি
ঘুমিয়ে কেন আছ ভাই?
কাঁদছে দেখ দেশ জনতা
বিনাশ তাদের চাই'ই চাই।

            ---✍️এ হ বাবু।
                 ১২-০২-২৫