[  ] একান্নবর্তী পরিবার:

এক হাড়িতে রান্না সবার
এক টেবিলে খাওয়া,
মা চাচিদের রন্ধন শালায়
নিত্য ব্যস্ত হওয়া।
একান্নবর্তী পরিবারে
সবাই মিলে রয়,
মা চাচি আর বাপ চাচারা
দাদাকে করে ভয়!

দাদা থাকে আসন পেতে
হুক্কা পান খায়,
বাপ চাচারা নিত্য দিনে
আপন কর্মে যায়।
গৃহস্থালির সকল কর্ম
দাদার কথায় চলে,
কোথায় কি করতে হবে
দাদাই দিবেন বলে।

পরিবারের কর্তা দাদু
দাদী সহকারী,
নাতি নাতনিদের খুনসুটিতে
মাতিয়ে থাকে বাড়ি।
এক বাড়িতে অনেক মানুষ
অনেক গুলো ঘর
থাকে সবাই মিলেমিশে
হয়না কেহ পর।

এখন তো আর যায়না দেখা
এমন পরিবার,
এক হাড়িতে এক বাড়িতে
সুখের সংসার।
দাদু থাকে বৃদ্ধা শ্রমে
দাদি কারো ঘরে,
বিনে পয়শায় রয় না দাদি
ঝিয়ের কাজ করে।

---✍️এ হ বাবু।
    ১০/৬/২০২৪