আমি দেখেছি
জুনেদ আহমদ (রুনু)
আমি দেখেছি
লাল সূর্যের লাভা থেকে বের হয় অগ্নিগিড়ি
পলকের মাঝে বদলে যায় সবুজের রূপ !!
রক্তে রঞ্জিত রাজপথ?
বুলেটের আগাতে,
খোকামনিরা ও অপাড়ে চলে গেছে
নিথর দেহ পড়ে আছে অগনিত।
কত মায়ের আহাজারি কান্নায়
ভারী হয়েছে আকাশের বুক।
আমি আরোও দেখেছি ;
সাহসী সৈনিকের রাজপথে
দাড়িয়ে থেকে বজ্র কন্ঠের গর্জন।
কোঠা নায় সংস্কার চাই।
কোঠা মুক্ত দেশ চাই।
আমি আরোও দেখেছি ;
বাঘিনী দের মৃদুকণ্ঠের আওয়াজ
বাঁচার মতো বাঁচতে চাই
মেধা দিয়ে চাকরি চাই।
আমি আরো দেখেছি ;
বয়সের বাড়ে কত?
মৌন মিছিল করে,
৩০হলে চাকরি নাই
মেধা যাচাইয়ের সুযোগ নাই।