শিরহীন খরপাতা
    জুনেদ আহমদ (রুনু)

ঘাস কহিল শিড়হীন দাঁড়িয়ে থাকা
খর পাতাটাকে
শীতের কুয়াশার সাথে সাথে
বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে
কুয়াশার আবরণের

আজ যতো ঝাপটা আসুক না কেন
আমার নিচে লোকিয়ে
থাকা ঝিনুকের বুকে শিশিরের জল লাগতে দিবনা।

শিরহীন খরপাতা কেঁদে কেঁদে বলে
এমন কথা বলনা কভু
অন্তরে প্রেমের জ্বালা জ্বলে দিগুণ ;
জীবনে ও তুমি মরনে ও তুমি
তোমার হৃদয়ের স্নানে কভু হয়না আমার আত্ন-প্রকাশ।

আজ আমি শিড়হীন বলে আমাকে পাগলা হাওয়া ধাওয়া করে
আমার হৃদয়ে অবুঝ প্রেম তোমার বুকে ভালোবাসার রংঙ মেখে দেয় অবিরত
আমার বুকে কর আত্নগোপন ;তুমি আমার প্রানের নাইওরি।

রাতের নিদ্রাহীনতা কি দেখেছো কভো
তুমি কি কখনও সূর্য রশ্মির তীব্র রুদ্র প্রখরে ছারখার হয়েছো?

আমি শিরহীন বলে ক্ষয় রূপী নিশ্চুপ।
নিসর্গ নিয়মে আজ আমি লন্ড-বন্ড প্রান
এতো ছিলো আমার আত্মদান।

সুবর্ন জয়ন্তীর এই শুভক্ষণে শোন ঝিনুক কি বলে অস্তিত্বের জংধরা খরপাতা
ঝিনুক হেঁসে হেঁসে বলে শিরহীন খর পাতা মচমরা দেহ মগজ যদি থাকিত তোমার
হাতুড়ি দিয়ে কেহ পিটাতো কভু উদ্যত শির নত কর তোমার
হাতপা দেখেছি ডানা ভাঙ্গা সাদা বকের মত,,,

মন দিয়ে শুন ওহে ঝিনুক ওহে ঘাস
আমি যখন বিলীন হয়ে যাব মাঠিকে জিজ্ঞেস করিও তোমাদের অঙ্গন মুখরিত করেছিল কে?
ভিন্ন রকম ভঙ্গিমায় তোমাদের কে বাঁচিয়ে রেখেছিলো ঝড়-ঝঞ্ঝার হাত থেকে,,,,