যাদুর বাক্স
♣♣♣♣♣♣♣♣♣
আছে যাদুর বাক্স দাদার
হাত ঢুকালেই টাকা
তাইতো সবাই লাইন দিয়েছি
পকেট যাদের ফাকা।

পেয়ে কিছু যাকাত ফেতরা
গাইছি দাদার গান
দাদার মধুর সঙ্গ পেয়ে
বাড়ছে আমার মান!
♠♠♠♠♠♠♠♠♠♠