(একটি শিশুতোষ ছড়া)
★★★★★★★★★★★★★
রাহিনবাবুর বেজায় সাহস
ভূতের বাড়ি যায়
ভূতের বাড়ি গিয়ে রাহিন
পান সুপারি খায়!
পানে অনেক মসলা মাখা
আরো মাখা চুন
পান সুপারি খেয়ে রাহিন
গাইছে ভূতের গুণ!
গুণের কথায় মুখটি ভূতের
লাজে ভীষণ লাল
ভূতের লাজে অবাক রাহিন
বুলিয়ে দেয় গাল।
"""""""""""""""""""""""""