ভীমরতি
             (রম্যছড়া)
♣♣♣♣♣♣♣♣♣♣♣
হুজুর :   ছি ছি ছি মনু মিয়া
           এই বয়সে করলা বিয়া!
           এইডা একটা কাম
           গেরাম শুদ্ধা হগল বুড়ার
           করলা যে বদনাম!

মনু  :   ইয়ে মানে, ভুল হইলে শাস্তি দিবেন
           আপনে যেমুন চান
           কিন্তু তাহার আগে আমার
           একটা আহবান!

হুজুর :   কী আহবান কও
           তারপর রেডি হও!

মনু :    হুজুর,আমার একটা শালি আছে
           বয়স ষোলো মাত্র
           আপনে যদি থাকেন রাজি
           হবেন তাহার পাত্র!!

হুজুর :   কওকি মনু ভাই!
           আমার কোন আপত্তি নাই!
           আমি আছি একপায়েতে খাড়া
           এই মুহুর্তে ডাকবো কাজী
           ফুটবে পটকা আতশ বাজি
           তোমার শালি দিলে সাড়া!!

   মনু :  সাড়া দিতে বাধ্য শালি
           বলছি তাহার দুলাভাই
           মনের আশা পূরণ হবে
           আপনে হইলে ভায়রা ভাই!

হুজুর :   আসেন তবে দুই ভায়রায়
           বুকের সাথে বুক মিলাই!

   মনু :  তাইরে নাইরে তাইরে নাই
           মনে খুশির সীমা নাই!!

হুজুর+মনু: তাইরে নাইরে তাইরে নাই
              আমরা হইলাম ভায়রাভাই
              মনে খুশির সীমা নাই!!!
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣