<<<<<<<<<<>>>>>>>>
ভাওয়াইয়া গান শুনিয়া ভাই
পরাণ জুড়ি যায়
হালুয়া চাষা দোলা বাড়িত
গলা ছাড়ি গায়।
আহা কী তার কতা বন্ধু
ক্যামোন মায়ার টান
গলার এতো উঠা নামা
আর কোনটে পান!
আরো গায়রে ভঁইষের গাড়ির
ডেরাইভার গাড়িয়াল
চালায় গাড়ি ফ্যালে থুইয়া
খানা খন্দ খাল।
চাকা করে ক্যাঁচোর ক্যাঁচোর
ঢোলে ডাইনে বায়
ইয়াতে গান বান্ধে সবাক
সুরেরও মায়ায়।
এইনা গানের মানুষ হামরা
কাম করিয়া শেষ
সাঞ্জের বেলা বইসে আসর
খুলি বাড়িত বেশ।
তোমারগুলার দাওয়াত থাকিল
আইসেন নালমনি
দেকমেন আসি কেমন হামার
ভাওয়াইয়ার খনি।
<<<<<<<<<>>>>>>>>>