♥♥♥♥♥♥♥♥

ওই শোন কান পেতে
প্রকৃতির ডাক
পিছু ফেলে মৃত-জরা
এলো বৈশাখ।

হাসি-খুশি রঙে-ঢঙে
তারে ডাকি কাছে
ফিরি যেন পুনরায়
ভাতে আর মাছে।

রাগ-ক্ষোভ,দুখ-শোক
শত পিছুটান
ঘুচে যাক মুছে যাক,
জেগে থাক প্রাণ।

বৈশাখ নিয়ে এসো
সুর-তাল-লয়
পৃথিবীটা হয় যেন
ভালোবাসাময়।

♥♥♥♥♥♥♥♥