ভালবাসা

মোল্লা আজিজুল হক




তোমার
জল থৈ-থৈ ভালবাসায়
আমি ডিঙ্গি নাও
আমার
কূল অজানা,পাড় অচেনা
মন মত ভাসাও।