বর্ণমালার আলোয় রাঙা
ফেব্রুয়ারি মাস
বাংলাভাষা-ভাষীর মনে
দারুণ এক উচ্ছ্বাস।
যেতে হবে আলোর মেলায়
নিতে আলোর ঘ্রাণ
আলোর ছোঁয়ায় সজীব হবে
আঁধার যত প্রাণ।
লাল-সবুজে, হলুদ-নীলে
মোড়ক ঘেরা বই
আলো মাখা বইপ্রেমিরা
করছেযে থইথই।
বইয়ের পাতায় খুঁজতে হবে
ফেব্রুয়ারির গান
করতে হবে ভাষা-শহীদ
চেতনার সন্ধান।