উষ্ণ অনুভবে
***********
ষড়ঋতুর বাংলাদেশে
পৌষ ও মাঘে শীত
এই সময়ে হালকা থাকে
সূর্যতাপের ভীত্।

গরিব মানুষ বাস্তুহারা
কাটান সময় কষ্টে তারা।

শীতের চাদর জড়ায় তাদের
বরফ জমা রাত
আশায় থাকেন আসবে কখন
সূর্য তাপ প্রভাত!

সূর্য হেসে উঁকি দিলে
তাদের দারুণ স্বস্তি মিলে।

কিন্তু কভু সারাটি দিন
হয়না সূর্যোদয়
আকাশ-মাটির মাঝটা তখন
ঘোর কুয়াশাময়!

তীব্র শীতে তাদের তখন
প্রশ্ন ওঠে জীবন-মরণ!

এমনিক্ষণে শীতার্তদের
পাশে দাঁড়াই সবে
মানবতা উর্ধ্বে রাখি
উষ্ণ অনুভবে।
****************************