উন্মাদনা
মোল্লা আজিজুল হক

কাতার থেকে আসলো হাওয়া
বাংলা হলো গরম
A-দল B -দল দুই শিবিরে
উত্তেজনা চরম!

কথার ঘোড়া ছুটছে হেঁকে
নেয়না অবসর
দুইটি দলে বিভক্ত আজ
প্রিয় আপন ঘর!

শুধু কথায় থামছে না কেউ
করছে হাতাহাতি
কোথাও দেখি ভূঁড়িভোজের
চলছে মাতামাতি!

বাঙালির এই উন্মাদনা
রঙ্গভরা মন
ফুটবল ঘিরে অম্ল-মধুর
স্মৃতি চিরন্তন।

A-তে প্রিয় আর্জেন্টিনা
B-তে প্রিয় ব্রাজিল
খেলা শেষে এক কাতারে
সবার হবে মিল।