(একটি শিশুতোষ ছড়া)
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊
কেক এর সাথে লুচি পায়েস
বড় বড় মিষ্টি
আমি তোদের পেটুক মামা
খাবার পানেই দৃষ্টি!
টুপটুপ তোর জন্মদিনে
ঝুমবৃষ্টির গান
পাঠিয়ে দিলাম তারই সাথে
হাজার ফুলের ঘ্রাণ!
প্রজাপতির রঙিন পাখায়
গেথে রঙের মালা
মাথার 'পরে ছড়িয়ে দিলাম
আশীর্বাদের ডালা!
🍭🍭🍭🍭🍭🍭🍭🍭🍭
সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ।