নির্বোধ রাঁধূনী বোঝেনা
তপস্বীর ভান।              

পেয়ালায় গরম দুধ
নরম হয়ে এলে-

খোলশ ছেড়ে
স্বরূপে বেরিয়ে আসে
তপস্বী!

রাঁধূনীর প্রশস্ত ললাটে
এঁকে দেয় অনিঃশেষ
আঁধার যাত্রা!