তিলের তেলেসমাতি
মোল্লা আজিজুল হক
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

তোমার গালের তিলটি যেন
জ্বলজ্বলে এক তারা
ব্যস্ত আমার চোখ দু'টিকে
দেয় যে ভীষণ নাড়া!

আমার দু'চোখ সকল ভুলে
তোমার স্নিগ্ধ গালে
কিসের মায়ায় আটকে থাকে
কোনসে মোহের জালে!

চোখের ভিতর দিয়ে ও'তিল
প্রবেশ করে মনে
বানিয়ে আমায় মজনু ওযে
জানায় জনে জনে!
"''''''''''''''"""""""""""''''""""""""""'""""