তামাটে পিতার সন্তান
=================


সূর্যতাপে আমার বাবার
শরীর পুড়ে তামা
মাঠে ফলান সোনা তবু
গায় থাকেনা জামা!

দগদগে ঘা হাতে-পায়ে
আঙুল গুলোর ফাঁকে
ঝড়-বাদলে, শীত-গ্রীষ্মে
মাঠ-ই তাকে ডাকে!

মাঠের মায়ায় বুকে তাহার
স্বপ্ন-মাটির ঘ্রাণ
সবুজ ঢেউয়ের দোলায় বাবার
নেচে ওঠে প্রাণ!

তামাটে হাত ছুঁইয়ে দিলে
মাঠে ফলে সোনা
বাবার ভালে বছর জুড়ে
দুঃখ তবু বোনা!


===================