তকমা
-------মোল্লা আজিজুল হক
~`~`~`~`~`~`~`~`~`~`~`
গভীর রাতে কিছু কুকুর
পথে জটলা করছিল
তাদের ডাকে খুবই যেন
গগন-ফাটা জোর ছিল!
এমন সময় সেপথ ধরেই
এক রমণী যাচ্ছিল
কুকুর দেখে কুকড়ে গিয়ে
ভয়ও ভীষণ পাচ্ছিল!
এক'পা এগোয় দুই'পা পিছোয়
দোলাচলে দুলছিল
ভাবছে নারী একলা রাতে
বের হওয়াকি ভুলছিল!
হঠাৎ করে তাকে ঘিরে
কুকুরগুলো ঘুরছিল
বয়স্ক এক কুকুরের বেশ
গলায় গরম সুরছিল-
সৃষ্টিসেরা মানুষ তোমরা
বৃদ্ধ কুকুর বলছিল
অজানা কী ক্রোধে তাহার
চোখজোড়াও জলছিল!
সৃষ্টিসেরা তকমা নিয়ে
মানুষ ঘৃণ্য জানোয়ার
তারা দন্ত-নখের থাবায়
ছড়িয়ে দেয় অন্ধকার!
আমরা প্রাণী ইতর বিশেষ
মানুষ মোটে নয়তো
তোমার কাজে তুমি এগোও
নাই আর কোন ভয়তো
""""""""""""""""""""""""""""""""""""