>>>>>>>>>>>>>>>>>>>>

টাকা আছে যার
এই যুগে তার
সবার সামনে আসন

অগতির গতি
তিনি মহারথী
শোনান অমিয় ভাষণ।

তার পিছনের মাছি তাড়াতে
প্রতিযোগিতায় হাত বাড়াতে
লাইন দিতে লেগে যায় হুড়োহুড়ি
যুবক-পৌঢ় কিবা বুড়োবুড়ি

কে যাবেন কার আগে
তার প্রতি অনুরাগে
কে হবেন তার কাছের মানুষ অতিশয় প্রিয়ভাজন--ঐ

তিনি যাদুকর তার মহত্ত্ব
প্রচারের কাজে সবে সতত
মরিয়া হয়ে করে যান জোরাজুরি
তিনিই শ্রেষ্ঠ তার বাহাদুরি

চমক লাগায় চোখে
ব্যকুল সকল লোকে
খোল-করতাল লয়ে দিনরাত করে তার গুণকীর্তন--ঐ

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
(গীতিকবিতা হিসেবে লেখা)।