````````````````````````````````````````````
ভণ্ড এবং গণ্ডরা সব
স্বার্থ করে চাষ
ধর্ম বীজের ফল ভক্ষণ
করে বারোমাস!
খুঁজতে হবে এদের স্বরূপ
কারা যে কী রূপে
স্বার্থের জাল যায় বিছিয়ে
আসে চুপে চুপে!
সব সৃষ্টি এক স্রস্টার
এই বিশ্বাস মূল
হলেই ধরা বসবাসের
যোগ্য-অনুকূল!
মানবতা পরম ধর্ম
নাই কোন সংশয়
পারস্পরিক হিংসা ও দ্বেষ
যেথায় এসে ক্ষয়।
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||