♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
  সূর্য-মানব তুমি মুজিব
  তোমার তেজে জ্বলি
  কালের যত আঁধার জ্বরা
  দু-পায়ে যাই দলি।

      বুকে আমার অগ্নিগিরির
      লাভা টগবগ করে
      আমি যেন মাতাল সাগর
      তোমার বজ্রস্বরে!

      ঊর্ধ্বমুখী ঐ অঙ্গুলি
      আমার পথের দিশা
      স্বাধীনতা-মুক্তি আনে
      কাটায় অমানিশা!

  মুজিব তুমি এই বাঙালির
  আলোর ঝর্ণামুখ
  আজো মানুষ তোমার খোঁজে
  উতলা-উৎসুক!
♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪