~~~~~~~~~~~~~~
খৈ ভাঁজবো! তার'চে নাহয়
নতুন কিছু করি
করবোটা কী! নতুন কিছু
ভেবেই গড়াগড়ি!
অবশেষে বসে গেলাম
কাগজ-কাঁচি নিয়ে
কাগজ কেটে পুতুল গড়ি
সুপার গ্লু দিয়ে!
বে-খেয়ালে গ্লু কখন
লাগলো আমার ঠোঁটে
ঠোঁটে ঠোঁটে মস্ত পিড়িত
খোলেনা আর মোটে!
দেখে সবাই আমার এহাল
আঙুল তুলে বলে
আরো ভালো হবে তোমার
ঠোঁট যদি না খোলে!
ঠোঁট না খোলার মানে হলো
কথায় ফোলা পেট
সুপার গ্লু দারুণ অষুধ
বন্ধ কথার গেট!!
আমি নাকি কথায় পটু
একটা ইস্যু পেলে
কথার মোহে জড়িয়ে পড়ি
সকল কর্ম ফেলে।
আমার দু'ঠোঁট বন্ধে গ্লু
দারুণ কার্যকরি
কথাঅলার ক্ষেত্রে এটা
সবাই প্রয়োগ করি!
>>>>>>>>><<<<<<<<