(একটি শিশুতোষ ছড়া)
>>>>>>>>>>>>>>>>>>>>
দুটি সংখ্যার যোগে যে ফল
গুণনেও তাই
সংখ্যা দুটি বের করতে
মাথাটা ঘামাই!

      নয়তো এমন কঠিন কিছু
      করলে মনোনিবেশ
      পেয়ে যাবে সংখ্যা দুটো
      লাগবে তখন ফ্রেশ!

গণিত বড় মজার বিষয়
অনেকে পায় ভয়
চর্চা ছাড়া কোন কিছুর
আসেনা তো জয়!

      চর্চা যদি করো সবাই
      দুই দু-গুণে চার
      দুইয়ের সাথে দুইয়ের যোগে
      ফল বদলেনা তার!

দেখো কত সহজ বিষয়
করে অনুশীলন
দুইটি দুইয়ে পেলে উত্তর
যোগ এবং গুণন!!
<<<<<<<<<<<<<<<<<<<<<