***********************

বাতাসের গায়
কান পেতে শুনি এসেছে শুভেচ্ছা দিন।
মানুষের মন
ভেসে ভেসে চলে বায়বীয় দোলনা রঙিন।
নক্ষত্রের মত
সহস্র চোখের বৃত্তে আবদ্ধ সুনীল আকাশ
সৌখিন ঘ্রাণ
মুগ্ধ প্রজাপতি হৃদয় ছুয়ে যায় চারপাশ।

************