শোক চিরন্তন
মোল্লা আজিজুল হক
""""""'"''"""""""""""""'''""""""
খেলতো রাসেল ফুলের সাথে
শুনতো পাখির গান
প্রজাপতির রঙিন পাখায়
বিভোর হতো প্রাণ।

স্বপ্ন-রঙে আঁকতো ছবি
আকাশ-পাহাড়-মাঠ
গাঁয়ের মানুষ বনের সবুজ
নদীর খেয়াঘাট।

দানব রূপে অতর্কিতে
শত্রু এলো রাতে
শহীদ হলেন জাতির পিতা
পরিবার তাঁর সাথে!

বাদ গেলোনা ছোট্ট রাসেল
দশ বছরের শিশু
উঠলো কেঁপে খোদার আরশ
অবাক চেয়ে যীশু!

থমকে গেলো প্রজাপতি
পাখি-নদী-বন
বাংলা হলো শোকের সাগর
এ শোক চিরন্তন!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১৫ আগস্ট ২০১৮
'''''''''''''''''''''''''''''''''''''''''''''